কক্সবাজারের ৪৪ মামলার আসামি জিয়া গ্রেপ্তার
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে ‘৪৪ মামলার পলাতক আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ নভেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়া অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তিনি চৌফলদন্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক, ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। তার আতঙ্কে অনিরাপদে নির্ঘুম রাত্রিযাপন করতেন এলাকাবাসী।
সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাঁকা দলিল দস্তাবেজ ও পালিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার আরও RAB-15 অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও তিনি জানান, এরপর থেকে তাকে গ্রেপ্তারে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব- ১৫ এর নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।
একটি সূত্র জানায়, জিয়াবুল হক জিয়া রাজারকুল এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে অবস্থান করছে। এরপর ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার জিয়াকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিআলো/তুরাগ