কড়াইল বস্তিতে আগুন: সব হারিয়ে অবশিষ্ট খুঁজছেন বস্তিবাসীরা
dailybangla
26th Nov 2025 7:05 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় দেড় হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকালে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে বস্তিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে খুঁজছেন তাদের শেষ অবশিষ্ট সামগ্রী। কেউ পেয়েছেন পোড়া হাঁড়ি-পাতিল, কেউ ভাঙা বাক্স-বেশিরভাগই আর কিছুই পাননি।
ফায়ার সার্ভিস জানায়, সরু পথ ও পানির সংকটের কারণে আগুন নেভাতে ব্যাঘাত ঘটেছে। আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলেও জানানো হয়েছে।
বিআলো/শিলি



