‘কথা নয় কাজের মাধ্যমে মাগুরার উন্নয়ন দেখাবো’
মাগুরা প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হলে মাগুরার সার্বিক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মনোয়ার খান। তিনি বলেন, ভোটের আগে কথা বলা আর পরে ভুলে যাওয়ার রাজনীতি আমি করি না। প্রতিশ্রুতি মানে বাস্তবায়ন।
মনোয়ার খান জানান, মাগুরা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর, বেকারত্ব দূর করতে শিল্পায়ন, বছরের পরিত্যক্ত টেক্সটাইল মিল পুনরায় চালু এবং শহরকে আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও আধুনিক কৃষি ব্যবস্থার সমন্বয়ে মাগুরাকে স্মার্ট, উৎপাদনমুখী জেলা হিসেবে গড়ে তোলা হবে। অসহায় ও বৃদ্ধদের জন্য নিয়মিত ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া মাগুরা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
শহরকে পরিচ্ছন্ন, ঝকঝকে ও পর্যাপ্ত আলোকসজ্জায় সজ্জিত করা হবে। নাগরিক সেবাকে করা হবে সহজ ও দুর্নীতিমুক্ত। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা তুলে ধরে মনোয়ার খান বলেন, অসহায় ও বৃদ্ধদের জন্য নিয়মিত ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেন কোনো মানুষ অভাব-অনটনে কষ্ট না পায় এটাই হবে তার রাজনীতির মূল দর্শন। মনোয়ার খান দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেন বিজয়ের পরও আমি এসব ভুলবো না। মাগুরাবাসী সাক্ষী থাকবে।
বিআলো/আমিনা



