কদমতলী থেকে অনলাইনে প্রতারণা ও চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার
ইবনে ফরহাদ তুরাগঃ টিকটক একাউন্ট ব্যবহার করে সুপরিচিত হয়ে লোকজনকে বাসায় নিয়ে এসে মারধরসহ আটকিয়ে রেখে চাঁদা আদায় চক্রের ২ সদস্য (মা ও ছেলে)-কে আটক করেছে কদমতলী থানা পুলিশ।
১৯ জানুয়ারি (রবিবার) রাতে রাজধানীর ওয়ারী বিভাগের কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মুঠোফোনে দৈনিক বাংলাদেশের আলো-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, প্রতারণা চক্রের স্বীকার হওয়া ভিকটিমের তথ্য মতে গত ১৮ মে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন ১৯ মে (রবিবার) ভোরে তাদেরকে চাঁদাবাজি কর্মকান্ডের সময় আটক করা হয়।
কদমতলী থানার এস.আই নাজিম উদ্দিন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে টিকটকের মাধ্যমে পরিচিত হয়ে লোকজনকে বাসায় নিয়ে এসে মারধরসহ আটকিয়ে রেখে চাঁদা আদায় করতো। গতকাল একজন ভিকটিমের অভিযোগ পেয়ে চাঁদাবাজ চক্রের অন্যতম ২ সদস্য (মা ও ছেলে)-কে গ্রেফতার করতে সক্ষম হয় কদমতলী থানার চৌকস পুলিশ টিম।
আটককৃতরা হলেন, মোসাঃ সোনিয়া বেগম (৪০) খুলনা জেলার দিঘলিয়া থানার ইয়াদ আলী শেখের মেয়ে এবং আটককৃত মোঃ রাতুল (১৯) মোসাঃ সোনিয়া বেগমের পুত্র। তারা চক্রবদ্ধ চাঁদাবাজি কর্মকান্ডর সাথে জড়িত। আটককৃত চাঁদাবাজ মা ও ছেলের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৪১, তারিখ ১৯/০৫/২০২৪ ধারাঃ ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলছে। সামনে জন-নিরাপত্তার জন্য এমন অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেন কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম।
বিআলো/নিউজ