কনকনে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন
নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে তৃতীয় মেয়াদে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিকে হাড় কাঁপানো শীত আর অন্যদিকে উত্তর দিক থেকে নেমা আসা কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আর সকাল ৯ টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
কনকনে ঠান্ডার কাছে কাবু হচ্ছে প্রাণিকুল। গায়ে গরম কাপড় জড়িয়ে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ভ্যান চালক শরিফুল বলেন, কদিন ধরেই ঠান্ডা বাতাস বইছে। কিন্তু আজকের যেন বাতাস ঠান্ডা বেশি। ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। হাত-পা জমে যাওয়া মতো অবস্থা। ঠাণ্ডার কারণে যাত্রীও কম হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন, কুয়াশার কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে নামতে বাধাগ্রস্ত হওয়ায় এবং উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
বিআলো/শিলি