কবুতরকে কেন্দ্র করে ছুরিকাঘাত, কিশোর আহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদবাগ শ্যামপুর রোড এলাকায় একটি কবুতর নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। আহত কিশোর হযরতকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৭ জুন) দুপুরে স্থানীয় দুই কিশোর হযরত (১৫) ও জাহিদের (১৬) মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ তার সঙ্গে থাকা ছুরি দিয়ে হযরতকে আঘাত করে পালিয়ে যায়। এতে হযরতের শরীরে রক্তক্ষরণ শুরু হয়।
খবর পেয়ে কদমতলী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত হযরতের চিকিৎসা চলছে, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বিআলো/সবুজ