কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন
dailybangla
10th Mar 2025 3:41 pm | অনলাইন সংস্করণ
মুশফিকুর রহমান কয়রা,(খুলনা) : প্রতি বছর মার্চ মাসের ১০তারিখ উদযাপিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস তারই ধারাবাহিকতায় কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫। উক্ত দিবসে“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কয়রা উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা প্রেসক্লাবের সভাপতি উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী,ফায়ার সার্ভিসের টিম লিডার মো:আ: সালাম, বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এম,এ,হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি। দুর্যোগ কি ও দুর্যোগের প্রকার ভেদ নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয় নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগকালে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।দুর্যোগ পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সেচ্ছা সেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধির পরামর্শ প্রদান করা হয়। বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র টাকা পয়সা,গুরুত্বপূর্ন দ্রব্যসামগ্রী পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ, ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদেরকে নিয়াপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। উক্ত দিবসে উপজেলা প্রশাসন আয়োজনে সিপিপি, জে,জে, এস, পরিত্রান, উত্তরণ,শিশু ফোরাম সদস্য বৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনি পেশার সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে, র্যালি ও ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের নির্বাপনের মহড়া প্রদর্শন করা হয়।