• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

     dailybangla 
    26th Nov 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান,কয়রা (খুলনা): দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি এবং প্রাণীসম্পদ মেলার আয়োজন করা হয়, যেখানে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয় এবং কয়রা সদরে প্রানীসম্পদ অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা: শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার ও উপজেলা কৃষি অফিসার তীলোক কুমার ঘোষ।

    আলোচনা সভায় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রারন অফিসার হাসান ফেরদৌস কমল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী এবং খামারী শাহানারা খাতুন, নারগিস আক্তার ও রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিরাপদ পশুপালন, দুধ-মাংস-ডিম উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলের খামারিদের প্রশিক্ষণ, টিকাদান, কৃমিনাশক বিতরণ এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআঅো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031