কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মুশফিকুর রহমান, কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি ও করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল বাকী সভাপতিত্ব করেন। বক্তারা দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্র সংস্কার, নিরাপদ পানি সরবরাহ, ভাঙনপ্রবণ বাঁধ দ্রুত সংস্কার এবং জরুরি ত্রাণ কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশীদ, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আ. ছালাম, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ এবং কারিতাসের মিল কোঅর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন।
এছাড়াও ইউপি সদস্য, বাজার কমিটির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে— দুর্যোগকালীন সময়ে সমন্বিত উদ্যোগ ছাড়া জনদুর্ভোগ কমানো সম্ভব নয়। তাই সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিআলো/তুরাগ



