কয়রায় যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
dailybangla
04th Mar 2025 10:45 pm | অনলাইন সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সরকারি যাকাত ভান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিআরডিপির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. এনমুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আয়ুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার হাফেজ মনিরুজ্জামান প্রমুখ।