• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    কর্মীকে বরখাস্ত করে জরিমানা গুনতে হচ্ছে ইলন মাস্ককে 

     dailybangla 
    18th Aug 2024 6:49 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: নিজ প্রতিষ্ঠানের কর্মীকে বরখাস্ত করে জরিমানা গুনতে হচ্ছে মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্ক। সম্প্রতি ফরচুনের এক রিপোর্টে এসেছে এ তথ্য।

    রিপোর্টটিতে জানা হয়, ইলন মাস্ক ‘এক্স’ অধিগ্রহণের পর ২০২২ সালের ডিসেম্বরে গ্যারি রুনি নামের এক কর্মীকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। তখন ‘এক্স’ এ গ্যারি ছিলেন একটি সিনিয়র পদে। এরপর ভুক্তভোগী কর্মী গ্যারি তার দেশ আয়ারল্যান্ডের আদালতে বরখাস্তের অভিযোগে ‘এক্স’ এর বিরুদ্ধে মামলা করেন। পরে সেই মামলার রায়য়ে ‘এক্স’ -কে গ্যারির ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২ হাজার ৬৪০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি টাকা দেয়ার আদেশ দেয়া হয়।

    এ বিষয়ে ‘এক্স’ এর ওয়ার্কপ্লেস রিলেশনস কমিশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য গ্যারিকে ই-মেইল পাঠানো হয়েছিল। ঘটনাটি ২০২২ সালের নভেম্বরের। মাস্ক এক্স অধিগ্রহণের পরপরই তার কর্মীদের ইমেইল পাঠিয়ে জানিয়ে দেন, তাদের কাজের সময় আরো বাড়াতে হবে। তখন গ্যারি রুনিসহ বাকি কর্মীদের একদিন সময় বেঁধে দেয়া হয়।

    সেই ইমেইলে প্রশ্ন রাখা হয়, প্রতিষ্ঠানের এই প্রস্তাবের সঙ্গে তারা সম্মত কি না। পরে এমন ইমেইল আসার পর যারা সম্মত হয়নি, তারা স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে দেয় বলে বিবেচিত হয়। উল্লেখ্য, গ্যারি ২০১৩ সাল থেকে এক্স (টুইটার) এ কাজ করছিলেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30