কলকাতার বিমানবন্দরে আগুন
dailybangla
06th Feb 2025 1:02 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে জানা যায়, বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানিয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে তাদের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের কর্মীরা।
এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আবর্জনা ফেলার স্থানে আগুন ছড়িয়ে পড়লেও বিমানের ওঠা-নামায় কোনো সমস্যা হয়নি।
বিআলো/শিলি