কলতাপাড়া মাদ্রাসার অবৈধ সভাপতি পদ বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যদের মতামত না নিয়ে ড. ইকবাল হোসেনকে অবৈধ সভাপতি মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ জুন) সকালে এ ঘটনার প্রতিবাদ ও সভাপতির পদ বাতিলের দাবিতে মাদ্রাসার সামনে বিক্ষোভ, মানববন্ধন করেন এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও মাদ্রাসার নির্বাচিত সদস্যরা।
জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় গত ১০ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হলে দাতা, প্রতিষ্ঠাতা ও অভিভাবক সদস্যসহ ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়।
নিয়মানুযায়ী তাদের সকলের সমর্থন কিংবা গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হবে। কিন্তু জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য হওয়ায় ড. ইকবাল হোসেন ভূইয়া তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাহী কমিটির সঙ্গে কোনো আলোচনা না করেই গত ২৪ মে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে রেজিস্ট্রার আইউব হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সভাপতি পদ নিয়ে আসেন। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
উল্লেখ্য, গত বুধবার (১১ জুন) উপজেলার মোগরাপাড়া জামায়াতের অফিসে সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কলতাপাড়া ফাজিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই।
বিআলো/তুরাগ