কাঠমুন্ডুতে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোঃ ইয়াসিন খান
সালাম মাহমুদ: নেপাল প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াসিন খান গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় নেপালের কাঠমুন্ডুর থামেলে অবস্থিত হোটেল ইয়াছিন অডিটোরিয়ামে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি ও গ্লোবাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ট্যুরিজম কনফারেন্স, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির অভিষেক অনুষ্ঠান ও গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপালের কান্ট্রি ম্যানেজার মো. বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও হোটেল লডের কর্ণধার ভুপেন্দ্র শামসের কুনওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক সালাম মাহমুদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মোঃ ইয়াসিন খানের হাতে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বাবুল আখতার বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, ফয়েজ লেক, রাঙামাটি, সাজেক ভ্যালি ও সেন্ট মার্টিন দ্বীপের মতো পর্যটন কেন্দ্রগুলো বিশ্ববাসীর কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারলে পর্যটন শিল্পের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে। তিনি মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটির সভাপতি মোঃ ইয়াছিন খান। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের উন্নয়নে পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নেপালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা পান-সুপারির ফাউন্ডার চেয়ারম্যান কনা রেজাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল আইকনিক গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হন— বাংলাদেশ বিমান নেপালের কান্ট্রি ডিরেক্টর মোঃ বাবুল আখতার, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ সাদী-উজ-জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, চিত্রনায়ক শাকিল খান, দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এ. জিহাদুর রহমান জিহাদ, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান, সাংবাদিক মোঃ মহিউদ্দিন শাহীন, কুয়াকাটার হোটেল মোহনা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান, নেপালে হোটেল ইয়াছিনের কর্ণধার মোঃ ইয়াছিন খান, আইটি গবেষক জিহাদ শিকদার, জুয়েলারি শিল্পে প্রদীপ চন্দ্র দে বাবু, নিউজ রাতদিন২৪ডটকম-এর সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, নেপালে হোটেল লুনা কাঠমুন্ডুর কর্ণধার মোঃ নুরুল ইসলাম বাবু মিয়া, জনপ্রিয় শিশুশিল্পী তানভির ইউসুফ, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী এবং নেপাল প্রবাসী ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ ইয়াসিন খান বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে পারা আমাদের জন্য সম্মানের। ভবিষ্যতে আমাদের কাজের পরিধি আরও বাড়াতে এ সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ট্যুরিজমভিত্তিক সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
বিআলো/তুরাগ



