• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    কাতার-বাংলা প্রেস ক্লাবের সভাপতি হাজারি ও সাধারণ সম্পাদক মামুন 

     dailybangla 
    04th Feb 2025 3:25 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কাতার-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কাতারের দোহা রয়েল আকসা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনে ব্যালটের মাধ্যমে ১৪ জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনে একাত্তর টিভির প্রতিনিধি গোলাম মাওলা হাজারি সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    নির্বাচন পরিচালনা এবং প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

    ১৬ সদস্যের কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আকবর হোসেন বাচ্চু (বাংলা টিভি, সহসভাপতি আমিন বেপারি (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব (এস এ টিভি), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম (গ্লোবাল টিভি), কার্যনির্বাহী সদস্য ইএম আকাশ (টিবিএন২৪ টিভি), কার্যনির্বাহী সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন (মোহনা টিভি) এছাড়া পর্যবেক্ষণ সদস্যরা হলেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাক আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।

    নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসাইন, মাহবুবর রহমান বাবুসহ বিদেশি সাংবাদিকেরা ও উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728