• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বর্ষা 

     dailybangla 
    13th May 2025 4:07 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: দক্ষিণ ফ্রান্সের সমুদ্র শহর কানে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৮তম আসর। চলবে ২৪ মে পর্যন্ত। এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা বর্ষা।

    অভিনেত্রী জানিয়েছেন, এ আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানান হয়েছে তাকে। এ নিয়ে দ্বিতীয়বার কান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এর আগে ২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন বর্ষা। সে সময় সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী, চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

    জানা গেছে, এবারের আসরে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর সঙ্গে বর্ষার ছবিও শোভা পাচ্ছে।

    আগামী ১৪ এবং ১৫ মে হবে এ বিভাগের আলোচনা পর্ব। এতে অংশ নিতে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আজই রওয়ানা দিচ্ছেন এ নায়িকা। গত কয়েকদিন ধরে তিনি ব্যবসায়িক কাজে দুবাই অবস্থান করছেন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এ আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা।

    তিনি বলেন, ‘এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান, সিনেমাশিল্পে বাংলাদেশে নারীদের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলব।’

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে লিডারশীপ, রিপ্রেজেন্টেশন, ইনোভেশন, এক্টিভিজম, ইকুয়েটি, ইনফ্লুয়েন্স-এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে দীর্ঘদিন পর্দায় দেখা যাচ্ছে না বর্ষাকে। সর্বশেষ তার অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা মুক্তি পায়।

    এছাড়া তিনি ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমারও শুটিং করছিলেন। এ সিনেমার প্রায় আশিভাগ কাজ শেষও হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, কান উৎসব থেকে ফিরেই সিনেমাটির আপডেট তথ্য দর্শক ভক্তদের জানাবেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930