কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক উঠান বৈঠক
আবদুল হাই খোকন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট, নির্বাচনী আচরণবিধি প্রচার এবং ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমাল তঞ্চ্যঙ্গা।
বৈঠকে ভোটারদের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং ভোটকেন্দ্রে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বড় পর্দায় ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে নারী ও তরুণ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা হয়।
উঠান বৈঠকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



