কাবুলে ২২ হাজার লিটার মদ ধ্বংস, আটক ৯ হাজার
dailybangla
25th Apr 2024 9:46 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন টন মাদক ও ২২ হাজার লিটার মদ ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগ।
বুধবার (২৪ এপ্রিল) এসব মাদক ধ্বংস করা হয় বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিচালক আহমাদুল্লাহ আহমাদি।
মাদকবিরোধী অভিযান সম্পর্কে আহমাদুল্লাহ আহমাদি বলেন, কাবুলসহ কয়েকটি প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসব ঘটনায় ৯ হাজার জনকে আটক করা হয়েছে। ৩৭৯ কেজি আফিম ও ৬৩৫ কেজি হেরোইন পোড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, আফগানিস্তানে মাদক চাষ ও উৎপাদন শূন্যের কোঠায় পৌঁছেছে। এটি সম্পূর্ণ নির্মূল করতে প্রাদেশিক সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। আমরা কঠোর পদক্ষেপ নেব।
বিআলো/শিলি