কামরাঙ্গীর চরে ব্যাটারি কারখানায় গরম সীসা পড়ে ৩ শ্রমিক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীর চরে একটি ব্যাটারি কারখানায় গলিত সীসা পড়ে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলেন, আবুল হোসেন(৫০), সাইফুল ইসলাম(৩৩), ও তোফাজ্জল হোসেন(২৮), দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্নে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২৪ জুন, সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা সহকর্মী মাজহারুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে কামরাঙ্গীরচর পান্না ব্যাটারি লিমিটেডের একটি কারখানায় সিসা গলানোর সময় উপর থেকে একটি সিলিং হুক থেকে ছুটে চুলার গলিত সীসার ওপর পড়ে এতে গলিত সীসা তাদের গায়ে পড়ে তিনজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কামরাঙ্গীরচর থেকে তিনজন গলিত শিশা থেকে আহত হয়ে এখানে এসেছে, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু একজনের ২ শতাংশ দগ্ধ ছিল। তাকেও ছেড়ে দেওয়া হবে।
বিআলো/শিলি