• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারাগারে মারা গেলেন বিএনপি নেতা হত্যা মামলার আসামি আ.লীগ নেতা 

     dailybangla 
    14th Oct 2024 10:33 pm  |  অনলাইন সংস্করণ

    মেহেদী হাসান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলার আসামি আলিমুজ্জামান চৌধুরী জেল হেফাজতে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

    জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলিমুজ্জামান চৌধুরী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে পুলিশ সদস্যদের একটি টিম তাকে প্রথমে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে সেখানকার আনুষ্ঠানিকতা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তার পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। পরে বিকালে ঢাকায় নিয়ে প্রথমে কারাগারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কর্তৃপক্ষ। এরপর রাতে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। নিহতের স্বজনরা জানান, গোপালগঞ্জ জেলা কারাগারের ভিতরে আলিমুজ্জামান স্টোক করার পর থেকে প্রতিটা জায়গায়ই নানাভাবে কর্তৃপক্ষ সময় ক্ষেপন করে। হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অবহেলা এবং চিকিৎসার অভাবে ফলে বিনা চিকিৎসায় ঢাকায় কারাগারের মধ্যেই তিনি মারা যান। এর আগে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সে খবরও যথাসময়ে দেওয়া হয়নি পরিবারের সদস্যদের।

    তারা আরো জানান, গত ১৩ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ছবি ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালে আলিমুজ্জামান চৌধুরীর ঘোনাপাড়াস্থ মার্কেট এবং বাড়িতে বিএনপির লোকজন হামলা করে। হামলার এক পর্যায়ে আলিমুজ্জামান চৌধুরীকে কুপিয়ে জখম করেন। তিনি ওই অবস্থায় থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে তাকেই গ্রেপ্তার করেন পুলিশ।

    উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানীর গাড়ি বহরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার নিহত হয়। এ ঘটনায় গোপালগঞ্জের দুই আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান। এছাড়া এই মামলা ৩২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আলিমুজ্জামান চৌধুরীকে কয়েক দিন আগে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031