কারো পক্ষে নয়, নিরপেক্ষ সাংবাদিকতা চাই: সিরাজুল ইসলাম
ইয়াসমিন জাহানারা, লন্ডন থেকে: টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির লিডার ও মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন—“আমরা অনুকম্পা চাই না, চাই নিরপেক্ষ সাংবাদিকতা।৩০ অক্টোবর ইস্ট লন্ডনের ব্রিকলেনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেস ক্লাব যুক্তরাজ্যের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সিরাজুল ইসলাম বলেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই রাজনৈতিক পক্ষপাতহীন ও সত্যনিষ্ঠ সংবাদই সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও প্রেস ক্লাবের চিফ প্যাট্রন মোখলেসুর রহমান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ ও আহবাব হোসাইন, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, আব্দুল বাছির, বিএএমই সাবেক চেয়ার আনিছুর রহমান এবং হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সুয়েজ মিয়া। তারা কাউন্সিলের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির এক্টিভিস্ট আহাদ চৌধুরী বাবু, শাহ মোস্তাফিজুর রহমান বেলালসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শাকির হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ। সভায় আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল সেক্রেটারি মাহবুব তোহা, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী এবং অন্যান্য সদস্যরা।
বিআলো/ইমরান



