কালকিনিতে পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে নাদিয়া আক্তার (১৮) নামে এক পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (২২ জুন) সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাষেরহাট পড়িপত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়ার স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে নাদিয়াকে গলাটিপে হত্যা করে ঝুলিয়ে রেখেছে পুলিশ সদস্য স্বামী জাহিদ। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের পড়িপত্তর গ্রামের জুলহাস তালুকদারের মেয়ে নাদিয়া ঈদ উপলক্ষে স্বামী জাহিদসহ বাবার বাড়িতে বেড়াতে আসে। রাতে নাদিয়া ও জাহিদের মাঝে ঝগড়া হয়। শনিবার সকালে বাবার বাড়ির নিজ বসত ঘরের ভেতর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহত নাদিয়ার বাবা জুলহাস তালুকদার বলেন, আমার মেয়ে নাদিয়াকে আমার মেয়ে জামাই জাহিদ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি সঠিক তদন্ত করে এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিআলো/তুরাগ