কালিয়াকৈরে বিএনপির মহাসমাবেশে ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি
কালিয়াকৈর (গাজীপুর): বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) বিকেলে উপজেলার সফিপুর এলাকায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে ৩১ দফা দাবির প্রচার, লিফলেট বিতরণ, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে সমবেত হন। কালিয়াকৈর, মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসমাবেশস্থলে যোগ দেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান।
সমাবেশ পরিচালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। বক্তৃতায় দলীয় ঐক্য ও আন্দোলন জোরদারের প্রতিশ্রুতি দেন নেতারা।
বিআলো/তুরাগ