• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কালিয়াকৈরে বিএনপির আহবায়ক কমিটির আনন্দ মিছিলে অপর পক্ষের হামলা 

     dailybangla 
    15th Jun 2025 10:21 pm  |  অনলাইন সংস্করণ

    কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি কমিটি ঘোষণা করেছে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির  কমিটির পক্ষ থেকে রোববার সকাল থেকে আনন্দ মিছিল করে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

    এসময় আনন্দ মিছিলে আহবায়ক কমিটি থেকে বাদ পরা  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পরিবেশ অশান্ত হয়ে উঠে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় গ্রুপে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

    এলাকাবাসী, বিএনপির নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে কালিয়াকৈর উপজেলা, পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের আহবায়ক  কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করে। এরপর ওই জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তৃণমূল নেতা–কর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে প্রতিটি উপজেলায় আলোচনা সভা করে। গত শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা, পৌরসভাসহ জেলার অন্যান্য ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা আহ্বায়ক কমিটি। এর মধ্যে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

    নূরুল ইসলাম সিকদারকে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিবসহ ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও মামুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উপজেলা বিএনপির কমিটি মানতে নারাজ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ তাদের সমর্থকরা। নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ওইদিন রাতেই বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরের দিন রোববার সকালেও একই

    দাবিতে তাদের কিছু সংখ্যক নেতা–কর্মী লাঠিসোটা নিয়ে ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি বিশাল মিছিল বের করলে অপর পক্ষ অতর্কিত হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।

    মুহুর্তের মধ্যে অশান্ত হয়ে উঠে কালিয়াকৈরের পরিবেশ, আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু তারপরও ধাওয়া পাল্টা ধাওয়া হলে সেনাবাহিনী ও পুলিশ দু-গ্রুপের নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বিএনপির উভয় গ্রুপের বেশ

    কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। অপর দিকে উপজেলার সফিপুর, মৌচাক, চন্দ্রা ত্রি-মোড়সহ  বিভিন্ন স্থানে মিছিল করেছে নতুন আহ্বায়ক  কমিটির পক্ষের নেতাকর্মীরা।

    গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক বানিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কনিষ্ঠ ছেলে ড. ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, যাদের নতুন কমিটিতে রাখা হয়েছে, তারা সবাই বিএনপির ত্যাগী ও ক্লিন ইমেজের। তাদের ব্যাপারে এলাকার মানুষের কোনো অভিযোগ নেই। সকালে নতুন আহ্বায়ক কমিটি আনন্দ মিছিল বের করলে পদবঞ্চিত হয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে। তবে দলের নেতাকর্মীকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

    এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031