কালিশুরিতে সমাবেশে ঐক্য ও রাষ্ট্র সংস্কারের ডাক ড. মাসুদের
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ক্ষমতার রাজনীতি নয় মানুষের নিরাপত্তা, বিচার ও ঐক্যের ভিত্তিতেই গড়ে উঠবে আগামীর মানবিক বাংলাদেশ। জোট ক্ষমতায় এলে শুধু উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিশুরী এস.এ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মাসুদ বলেন, শুধু রাস্তা-ঘাট, স্কুল বা হাসপাতাল নির্মাণই উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং মানুষ পাবে নিরাপদ জীবন।
বিএনপি প্রার্থীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় এলে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি দেওয়া বিভাজনের রাজনীতিরই বহিঃপ্রকাশ। বাউফলের মানুষ এমন রাজনীতি প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, যারা জাতিকে পেছন থেকে টেনে ধরে রাখে, তারা কখনো অগ্রগতির কথা বলতে পারে না।
ইতিহাস বলছে যারা ঐক্য গড়তে পেরেছে তারাই দেশকে সামনে এগিয়ে নিতে পেরেছে।”রাজনীতি দিয়ে কাউকে দেশছাড়া করার সংস্কৃতির বিরোধিতা করে ডা. মাসুদ বলেন, একসময় রাজাকার তকমা দিয়ে বিভক্তির রাজনীতি করতে গিয়েই একটি দল দেশ ছাড়া হয়েছিল।
আমরা চাই না এই দেশে আর কেউ রাজনীতির কারণে নিরাপত্তাহীনতায় দিন কাটায়। উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ডা. মাসুদ জানান, জোট ক্ষমতায় এলে কালিশুরীর নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং কালিশুরীকে থানা ঘোষণার কার্যক্রম নেওয়া হবে।
পাশাপাশি এস.এ ইনস্টিটিউট সরকারীকরণ, চারটি মাদরাসায় ভবন নির্মাণ, পোনাহুরা মাদরাসাকে কামেল মাদরাসায় রূপান্তর, আধুনিক বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট নির্মাণ, বাজারে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং ধলাপাড়া-সিংহেরাকাঠী ব্রিজ নির্মাণসহ কাঁচা রাস্তাগুলো পাকাকরণের প্রতিশ্রুতি দেন তিনি।
কালিশুরী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা সালাউদ্দিন শাহিন, বিশিষ্ট ব্যাংকার এস এম রুহুল আমিন, আব্দুল খালেক সবুজ শিকদার, মো. মুজিবুর রহমান, ফরিদ উদ্দিন আহমেদসহ ১০ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



