কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নূর নবী রবিন, টাঙ্গাইল উত্তর: টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে আলোচনা সভা করে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
কালিহাতী উপজেলা মুক্তমঞ্চে দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে কালিহাতী উপজেলা যুবদল, পৌর যুবদল ও এলেঙ্গা পৌর যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসমত আলী রেজার সঞ্চালনায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ সভাপত মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জি. শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু।
অপরদিকে বিকেলে কালিহাতী বল্লা রোডে সমাবেশ করেছে যুবনেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মোহাম্মদ ফিরোজ মিয়া ও শেখ আমিনুর ইসলাম সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর মুক্তিযুদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, ডক্টর এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. শাহআলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কৃষকদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহর আলী, জিয়া পরিষদ টাঙ্গাইল জেলার শাখার সভাপতি অধ্যাপক এমকে আউয়াল, উপজেলা সাবেক যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল প্রমুখ।
বিআলো/তুরাগ