কালিহাতীতে লতিফা সিদ্দিকীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
dailybangla
04th Apr 2024 7:59 pm | অনলাইন সংস্করণ
নূর নবী (রবিন), টাঙ্গাইল উত্তর: কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে লতিফা সিদ্দিকীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিকালে ছাতিহাটি গ্রামবাসীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেন লতিফা সিদ্দিকীর পুত্র টাঙ্গাইল -৪ সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাবুল সিদ্দিকী, ভি.পি শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, কন্যা শুশমা সিদ্দিকী শুশু ও শাহানা সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, পাইকরা ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসেন, বীরবাসিন্দা চেয়ারম্যান ছোরহাব আলী, পারখী ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার তোতা, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী,সাবেক নাগবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, জেলা যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান সাদেক, সাধারন সম্পাদক ইথার সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ প্রমুখ।