• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কিংবদন্তি আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ 

     dailybangla 
    20th Jul 2025 7:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি আনোয়ারা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের সুপরিচিত সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন-এর নেতৃবৃন্দ।

    বুধবার (১০ জুলাই) দুপুরে ঢাকার রামপুরায় তাঁর নিজ বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

    সাক্ষাৎকালে তাঁরা কিংবদন্তি এই শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘ সাংস্কৃতিক অবদানের জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সময় সংগঠনের পক্ষ থেকে আসন্ন একটি সাংস্কৃতিক আয়োজনের বিষয়ে আনোয়ারা বেগমের পরামর্শ নেওয়া হয়। উত্তরে তিনি বলেন, “তোমার পরিকল্পনা ভালো, এগিয়ে যাও। আমি পাশে আছি।” তিনি আরও জানান, “আগের মতো এখন আর যেতে পারি না। বয়স হয়েছে, শরীর ভালো থাকে না। তবে আমার মেয়ে রুমানা ইসলাম (মুক্তি) সবসময় তোমাদের পাশে থাকবে।”

    দিয়ামনি ই-কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, এই সৌজন্য সাক্ষাৎ কেবল একজন গুণী শিল্পীকে সম্মান জানানোর অংশ নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে শিল্প ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার প্রতীক হিসেবেও এই উদ্যোগকে দেখা হচ্ছে।

    আনোয়ারা জামাল, যিনি চলচ্চিত্র জগতে আনোয়ারা নামেই পরিচিত, ১৯৪৮ সালের ১ জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে একজন নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। মাত্র ১৪–১৫ বছর বয়সে, ১৯৬১ সালে ‘আজান’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর ‘উত্তরণ’ ও ‘নাচঘর’ ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান।

    ১৯৬৭ সালে ‘বালা’ ছবিতে প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করেন আনোয়ারা। তবে তাঁর অভিনয়জীবনে বড় মোড় নেয় ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রে আলেয়া চরিত্রে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে। এই চরিত্রে তাঁর অভিনয় আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মনে গেঁথে আছে।

    চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আনোয়ারা বেগম ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সখিনার যুদ্ধ’, ‘শুভদা’ (সেরা অভিনেত্রী – ১৯৮৬)। এছাড়া ২০২০ সালে তিনি আজীবন সম্মাননা লাভ করেন।

    ২০২২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর স্মৃতি ও দৃষ্টিশক্তিতে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে পরিবার জানিয়েছে। একমাত্র মেয়ে রুমানা ইসলাম মুক্তি, যিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী, মায়ের চিকিৎসা ও সেবায় সর্বদা নিয়োজিত।

    আনোয়ারা বেগম বহু বছর ধরে নায়িকা ও মা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন। কিংবদন্তি এই অভিনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে তাঁর পরিবার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031