কিভাবে ব্যালন ডি’অর মিস করলেন ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক: গত ২৮ অক্টোবর প্যারিসে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। যদিও ধারণা করা হচ্ছিল ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। ব্রাজিল ও রিয়াল ভক্তরা তেমনটিই প্রত্যাশা করে ব্যালন ডি’অরের অপেক্ষা করছিলেন। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি।
কেন ব্যালন ডি’অর মিস করলেন ভিনি। রদ্রির সঙ্গে তার ভোটের ব্যবধানটাই বা কত। এতদিন পর সেটা প্রকাশ করল ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। রদ্রির সঙ্গে ভিনির ভোটের সেই ব্যবধানটা বেশ ভালোই বড়। ৪১ ভোটে ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন রদ্রি।
‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের যে ভোটের হিসাব প্রকাশ করেছে, সেখানে জানা যায়, ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। অন্যদিকে মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট।
ব্যালন ডি’অর নির্বাচনের জন্য এই ভোট কারা দেন। তা জানিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন। তাঁদের এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা ৬,৬৩৩।
সব সাংবাদিকদের শীর্ষ ১০ জনের তালিকায় ওপরে থাকলে সর্বোচ্চ ১৪৮৫ পয়েন্ট পাওয়া সম্ভব। সেখানে রদ্রি ও ভিনির পয়েন্টসংখ্যাই বলছে ব্যবধান বেশ কাছাকাছি। ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। ভিনি ৩৫ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন। বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকদের শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় ঠাঁই পাননি রদ্রি। ভিনিকে শীর্ষ ১০ থেকে বাদ দিয়েছেন এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিক।
তবে মজার বিষয় হলো, ব্রাজিল ও স্পেনের সাংবাদিকের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন ভিনিসিয়ুস—এ তথ্য জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে। আর্জেন্টিনার সাংবাদিকের তালিকায় শীর্ষে ক্রুস, দুইয়ে রদ্রি এবং তিনে ভিনি।
রিয়াল ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম ৫ জনের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন। রিয়ালেরই দানি কারভাহাল ৪জন ও ক্লাবটির সাবেক মিডফিল্ডার টনি ক্রুস ২জনের তালিকায় শীর্ষে।
বিআলো/শিলি