কিশোরগঞ্জে মদের বড় চালান জব্দ, পাচারকারীরা পলাতক
dailybangla
24th Dec 2025 1:41 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় একটি গাড়িভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ ফেলে রেখে গেছে পাচারকারীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভৈরবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ন্যাটাল মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল।
র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী এএসপি তপন সরকার জানান, দ্রুতগতিতে আসা একটি গাড়িকে থামতে বলা হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া দিলে একপর্যায়ে গাড়িটি গ্রামের ভেতরে ফেলে রেখে চালকসহ দুইজন পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
বিআলো/শিলি



