কুমিল্লা ও চাঁদপুরের চার উপজেলায় আজ ১২ ঘণ্টা গ্যাস বন্ধ
dailybangla
29th Jan 2026 10:22 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ কুমিল্লা ও চাঁদপুরের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা এবং চাঁদপুরের কচুয়া উপজেলায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সময়ে ওই চার উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সুবিধা পাবেন না। মেরামত কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



