কুমিল্লা–১ এ ধানের শীষের গণজোয়ার, পরিবর্তনের ডাক
মাঠে-ঘাটে, হাটে-বাজারে একটাই স্লোগান—ধানের শীষের জয়গান
মো. শাহাদাত হোসেন তালুকদার: মাঠে-ঘাটে, হাটে-বাজারে এখন একটাই স্লোগান—ধানের শীষের জয়গান। কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলায় গণসংযোগে জনতার উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে উঠেছে পরিবর্তনের প্রত্যাশা।
এই উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ধানের শীষ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ইতিহাস সাক্ষ্য দেয়—ধানের শীষের দল রাষ্ট্রক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে, মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জীবন পেয়েছে।
তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
বুধবার (আজ) মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারাসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেন তিনি।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়নের শিকার হয়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। আজ তিনি দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। জনগণের রায় পেলে তারেক রহমান শুধু দলের নয়, দেশেরও হাল ধরবেন। তাঁর নেতৃত্বেই সম্ভব একটি নতুন, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া।
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছে। সারা দেশে এখন ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ গণতন্ত্র ফেরত চায়।
বিএনপির রাষ্ট্রচিন্তা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সরকার গঠন করা হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কম দামে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ পাওয়া যাবে এবং সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা থাকবে।
এছাড়া মা-বোনদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে সংসার পরিচালনায় নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অবারিত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
শেষে তিনি কুমিল্লা–১ আসনে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বায়েজিদ, বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, মো. আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, মো. মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, আবু ইউসুব নয়ন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবউদ্দিন ভুইয়া, মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



