কুমিল্লা–২ (হোমনা): আবারও নির্বাচনী প্রচারে বাধা, মাইক ও সিএনজি ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে উত্তেজনা বাড়ছে। নির্বাচনী প্রচারণায় ফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের একটি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কাজে ব্যবহৃত মাইক ও সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গতকাল শনিবার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আঃ মতিন খানের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক ও একটি সিএনজি ভাঙচুর করা হয়। একই সঙ্গে প্রচার কাজে নিয়োজিত এক কর্মীর ওপর হামলা চালানো হয়।
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার আঃ মতিন খান অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থিত চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার সময় সন্ত্রাসীরা সিএনজিতে থাকা তার কর্মীকে ব্যাপক মারধর করে এবং তার গায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, নির্বাচনী প্রচারণা চলাকালে এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি তৈরি হবে।
এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা।
বিআলো/তুরাগ



