কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশি ১.৭৫ টন কাঁচামরিচ জব্দ
আর্ন্তজাতিক ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বাংলাদেশ থেকে আসা ১ হাজার ৭৫০ কেজি কাঁচামরিচের একটি বড় চালান জব্দ করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। পারমিট ও কোয়ারেন্টাইন বিধি না মানার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) একেপিএসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার বিমানবন্দরের ফ্রি কমার্শিয়াল জোনের কার্গো এলাকা থেকে ২৫০টি বাক্সে ভর্তি এই কাঁচামরিচ জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেলাকা অঞ্চলের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি বাংলাদেশ থেকে নিয়ে আসে।
তবে তারা মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস (মেকিস)-এর নির্ধারিত শর্ত ও বৈধ অনুমতিপত্র উপস্থাপন করতে পারেনি।
জব্দকৃত কাঁচামরিচের আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০৪ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি।
এ ঘটনায় মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০১১-এর ধারা ১৫(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে একেপিএস জানিয়েছে।
বিআলো/শিলি



