কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল সাময়িক বন্ধ
dailybangla
22nd Dec 2025 1:32 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ফেরিঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা নেমে আসায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ কারণে সতর্কতামূলকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে কোনো ফেরি মাঝনদীতে আটকে পড়েনি। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।
বিআলো/শিলি



