কুয়েতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছেন: পররাষ্ট্র উপদেষ্টা
কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কুয়েত সিটিতে ৪ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ-পর্যায়ের সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে গতকাল রবিবার কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
কুয়েত, তাজিকিস্তান এবং জাতিসংঘের সন্ত্রাস দমন দপ্তর (ইউএনওসিটি) যৌথভাবে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন সহযোগিতা জোরদার এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা-দি কুয়েত ফেজ অব দি কুয়েত দুশানবে প্রসেস’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এখানে বলেছেন, সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সন্ত্রাস দমন এবং সীমান্ত নিরাপত্তা উদ্যোগের প্রতি ঢাকার অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ।
তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার আগামী ৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে। জাতিসংঘের মতে, এই সম্মেলন মধ্য এশিয়ার বাইরে দুশানবে প্রক্রিয়ার পরিধি বিস্তৃত করতে, বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, একাডেমিয়া এবং নাগরিক সমাজ ও বেসরকারী খাতের প্রতিনিধিদের পাশাপাশি আরব লীগ, মধ্য এশিয়া, আফ্রিকা এবং আসিয়ান দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞরা সমবেত হবেন। এছাড়াও এতে যুব ও নারী প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা কুয়েতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে অংশগ্রহণ করবেন।
আলোচনায় সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ, সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা জোরদার করার জন্য অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হবে। সম্মেলনটি ৫ নভেম্বর ‘কুয়েত ঘোষণাপত্র’ গ্রহণের মাধ্যমে সমাপ্ত করা হবে, যাতে সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার জন্য সম্মত ফলাফল এবং ভবিষ্যৎ নির্দেশনা প্রতিফলিত হবে।
বিআলো/তুরাগ