কুয়েতে ৯ দিনারের বাজারে ৩০ লাখ টাকার গাড়ি জিতলেন ফরিদপুরের নাঈম
বিআলো ডেস্ক: কুয়েতে রমজান মাসে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি বিভিন্ন শপিংমলে রমজান শেষে লটারির মাধ্যমে ক্রেতাদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এমনই এক পুরস্কার জিতলেন কুয়েতে একটি ক্লিনিং কোম্পানিতে সাড়ে নয় বছর ধরে কর্মরত ফরিদপুর সদর থানার কৃষ্ণপুর ইউনিউনের শেখ শাহজাহানের ছেলে কুয়েত প্রবাসী মোহাম্মদ নাঈম শেখ।
কুপন ড্রতে গাড়ি বিজয়ের পর সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পরিবারকে নিয়ে ভালো কিছু করার কথা জানিয়েছেন নাঈম শেখ।
তিনি বলেন, রমজান মাসে হাওয়াল্লী লুলু হাইপার মার্কেট থেকে সাড়ে নয় দিনারের বাজার করে একটি কুপন পেয়েছিলাম। সেটি পূরণ করে বক্সে রাখি।
নাঈম শেখ বলেন, এই পুরস্কার আমার জন্য একটি চমক। এই টাকা কোম্পানির নয় বছরের বেতনের সমান।
শনিবার (১৩ এপ্রিল) বিকেলে আল রাই অঞ্চলের লুলু হাইপার মার্কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে ২০২৪ মডেলের নিশান এক্স ট্রেইল গাড়িটি হস্তান্তর করেন লুলু হাইপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকরা।
নাঈম শেখের পুরস্কারটি তৃতীয়। মোট ৩০টি পুরস্কারের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পুরস্কারও ছিল গাড়ি। অন্যসব পুরস্কার ছিল আই ফোন ১৫ প্রোমেক্স।
বিআলো/শিলি