• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগ: জলতরঙ্গ সুইমিংপুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি 

     dailybangla 
    24th Sep 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ

    জলতরঙ্গের পানিতে রাস্তায় হাঁটাচলা দুর্বিষহ

    মোঃ জুবায়ের আলম: রাজধানীর ইসলাম নগর এলাকায় জলতরঙ্গ সুইমিংপুলের পানির কারণে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতায় মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। অভিযোগ অনুযায়ী, সুইমিংপুল কর্তৃপক্ষ তাদের পুলের পানি সরাসরি এলাকার ড্রেন দিয়ে ছেড়ে দিচ্ছে। এর ফলে ড্রেন উপচে পড়ে রাস্তায় পানি জমে থাকে এবং সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটে। স্থানীয়রা বলছেন, এভাবে ইচ্ছাকৃতভাবে পানি ফেলা কেবল দায়িত্বহীনতাই নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের শামিল।

    ঘটনার খবর পেয়ে ইসলাম নগর ঐক্য পরিষদের নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রনি, সাধারণ সম্পাদক কামরুল হাসান বাপ্পি, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন সজল, প্রচার সম্পাদক ওমর ফারুক রনি, সহকারী ক্রীড়া সম্পাদক হাসান আহমেদ শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুইমিংপুল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলেন।

    এ সময় ঐক্য পরিষদের নেতারা সুইমিংপুল কর্তৃপক্ষকে লিখিত নোটিশ প্রদান করেন এবং অবিলম্বে সমস্যার সমাধান করার নির্দেশ দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ বিষয়ে অবহেলা করা হয় কিংবা জনগণের দাবিকে উপেক্ষা করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয়দের অভিযোগ, জলতরঙ্গ সুইমিংপুলের কারণে কৃত্রিম জলাবদ্ধতা এখন নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী, নারী ও শিশু—সবার দৈনন্দিন চলাফেরায় দুর্ভোগ নেমে এসেছে। এমনকি জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী ও বৃদ্ধরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    এলাকাবাসীর অনেকেই মনে করেন, এই কর্মকাণ্ড শুধু নাগরিক ভোগান্তিই নয়, জনদুর্ভোগ সৃষ্টি করাকে অপরাধ হিসেবেই গণ্য করা উচিত। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

    ঐক্য পরিষদের নেতারা বলেন, জনগণের অধিকার রক্ষায় তারা সর্বদা সোচ্চার থাকবেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবেন না।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930