• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃত্রিম বুদ্ধিমত্তায় পেশাদার ছবি 

     dailybangla 
    15th Feb 2025 11:13 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী বহুল প্রচলিত একটি প্রবাদবাক্য। চাকরি, ব্যবসা অথবা বিয়ের জন্য রেজুমে, প্রফাইল বা বায়োডাটা তৈরিতে মানসম্মত ছবির ব্যবহার সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এআই কাজে লাগিয়ে সহজেই সেলফি বা ক্যাজুয়াল ছবি থেকেই সম্ভব স্টুডিও মানের হেডশট তৈরি।

    পেশাদার ফটোগ্রাফার ও স্টুডিও ভাড়া করে হেডশট তোলা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল কাজ। তাই অনেক ব্যবহারকারী লিংকডইনে ক্যাজুয়াল সেলফি অথবা পাসপোর্টের ছবি আপলোড করে থাকেন, যা একেবারেই অনুচিত। রিক্রুটারদের মতে, যেসব প্রফাইলে ব্যক্তিগত পোস্ট বা অপেশাদার ভাষা ও ছবি ব্যবহৃত হয়, সেসব প্রফাইল তারা অনেক সময় খুলেও দেখেন না। পেশাদার ব্লগারদেরও একই অভিমত, পাঠকদের আকৃষ্ট করতে সঠিক ছবি ব্যবহারের বিকল্প নেই।

    হেডশট তৈরির এআই সেবার অভাব নেই অনলাইনে। ক্যানভা বা ফোটর-এর মতো বড় প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক ক্ষুদ্র স্টার্টআপও এ ধরনের সেবা দিচ্ছে। প্রযুক্তিটি একেবারেই নতুন, তাই এখনো শুধু এই সেবার জন্য বাজারে প্রতিষ্ঠিত কোনো নাম নেই। শক্তিশালী নতুন এআই মডেল প্রতিনিয়ত বাজারে আসছে, সেসব কাজে লাগিয়ে দ্রুতই আরো উন্নত হেডশট তৈরির উপায় বের করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

    সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে শুরু করে সিভি, ব্যানার অথবা ওয়েবসাইট ডিজাইন করার জন্য ক্যানভা জনপ্রিয়। প্রতিষ্ঠানটি এআই হেডশট জেনারেটর সেবাও দিচ্ছে। প্রতি চব্বিশ ঘণ্টায় দুটি ছবি জেনারেট করা যাবে ফি ছাড়াই, আরো ছবির জন্য প্রয়োজন সাবসক্রিপশন। সেলফি অথবা ক্যাজুয়াল ছবি আপলোড করলেই বাকি কাজ করবে ক্যানভা।

    মুখের অভিব্যক্তি, ছবির পোজ এবং পেছনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছেমতো নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। জেনারেট করা ছবি প্রয়োজনে বাড়তি এডিটও করা যাবে, বিভিন্ন ফিল্টার বা এডিটিং টুলস সরাসরি ক্যানভার মধ্যেই পাওয়া যাবে। ক্যানভার তৈরি ছবি মূলত সোশ্যাল মিডিয়া বা ব্লগপোস্টের উপযোগী। ক্যানভার এআই ঠিকভাবে কাজে লাগাতে হলে মূল ছবিটি অবশ্যই তুলতে হবে উজ্জ্বল আলোতে, সঠিক ফ্রেমিং ও পোজ দিয়ে। এআই কাজে লাগিয়ে পেশাদার ছবি তৈরির সবচেয়ে জনপ্রিয় সেবা হেডশট প্রো।

    এটি ব্যবহারের জন্য অন্তত ২৯ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৫০০ টাকা] খরচ করতে হবে। সেলফি আপলোড করার পর তিন ঘণ্টার মধ্যে হেডশট তৈরি করে দেবে হেডশট প্রো। বেসিক প্যাকেজে পাওয়া যাবে ৪০টি ছবি, এর মধ্যে থাকবে চারটি আলাদা ব্যাকগ্রাউন্ড ও পোশাক। ব্যবহারকারীর মুখমণ্ডল ছাড়া বাকি সব কিছু এআইয়ের মাধ্যমে তৈরি করা হবে, তাই আসল ছবি তোলার সময় পোজ বা ফ্রেমিং নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যারা আরো দ্রুত সেবা চান, তাদের নিতে হবে প্রিমিয়াম প্যাকেজ।

    হেডশট প্রো-এর দাবি, তাদের তৈরি ছবিগুলোর সঙ্গে বাস্তব ফটোশুটের মানে তফাত নেই। ছবি জেনারেট করার পর বাড়তি এডিট করতে চাইলে ফটোশপ বা অন্য অ্যাপ ব্যবহার করতে হবে। মাত্র ৩০ মিনিটেই সেলফি থেকে বাস্তবসম্মত হেডশট তৈরি করতে সক্ষম হেডশটলি। সেবাটি ব্যবহারের জন্য খরচ করতে হবে ন্যূনতম ৩০ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৭০০ টাকা]। এই প্যাকেজে পাওয়া যাবে ৪০ ধরনের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, পোশাক এবং পোজ। নিজের মতো করে ছবি তৈরি করতে চাইলে ১০টি ভিন্ন রকমের এআই প্রম্পট লেখা যাবে। হেডশটলির এআই অপেক্ষাকৃত দ্রুত ছবি তৈরি করতে সক্ষম। তবে সেবাটি ব্যবহার করার জন্য অন্তত ১০টি, সম্ভব হলে ১৫টি বিভিন্ন পোজ, ফ্রেমিং ও ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করতে হবে।

    এ সেবা ব্যবহার করে ব্যবসায়িক প্রফাইল তৈরির পাশাপাশি ব্লগপোস্ট বা সোশ্যাল মিডিয়ার জন্যও ছবি তৈরি করা যাবে। হেডশটলির প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করে একাধিক ব্যক্তিকে এক ফ্রেমে রেখেও হেডশট বা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তৈরি করা যাবে, যা অনেক সেবা এখনো দিচ্ছে না।

    পেশাদার প্রফাইল ছাড়াও ডেটিং অ্যাপের জন্য ছবি অথবা গ্ল্যামার শট তৈরিতেও অ্যারাগন এআই সেবা কাজে লাগানো যাবে। পাশাপাশি আপলোড করা ছবি থেকে অবাঞ্ছিত জিনিসপত্র মুছে দেওয়া, ব্যাকগ্রাউন্ড বদল বা ঘোলা ছবি ঠিক করার মতো সেবাও দিচ্ছে অ্যারাগন। অনেক ব্যবহারকারীর অভিমত, অ্যারাগনের তৈরি ছবির মান বাকি সব সেবার চেয়ে এগিয়ে। তবে তাদের মূল্য বেশ চড়া, ৪০টি ছবির জন্য ৪৪ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৪০০ টাকা] খরচ করতে হবে।

    পোশাক বা ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে মাত্র একটি। অ্যারাগনের সব সেবা নেওয়ার জন্য খরচ করতে হবে ৯৪ ডলার [বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,৫০০ টাকা]। খরচ বেশি হলেও অ্যারাগনের মতো এত ধরনের ছবি আর কোনো সেবায় পাওয়া যায় না। এক সাবসক্রিপশনেই তৈরি করা যাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশেষ দিন অথবা বেড়ানোর ছবি।

    ফাইভার ও অন্যান্য প্ল্যাটফরমে এআই দিয়ে হেডশট তৈরি করার সেবা দিচ্ছে অনেক ফ্রিল্যান্সার। নিজেদের টিউন করা এআই মডেল ব্যবহার করে নিখুঁত হেডশট তৈরির পাশাপাশি জেনারেট করা ছবির অসংগতিও ঠিক করে দেয়। এ কাজের জন্য ফ্রিল্যান্সাররা নিচ্ছে ২০ থেকে কয়েক শ ডলার পর্যন্ত।

    ফ্রিল্যান্সারদের কিছু সেলফি এবং ক্যাজুয়াল ছবি পাঠিয়ে দিলে তারা কয়েক দিনের মধ্যেই প্রফেশনাল ছবি তৈরি করে থাকে। মনে রাখতে হবে, কাজ দেওয়ার আগে তাদের পূর্ব-অভিজ্ঞতা অবশ্যই যাচাই করতে হবে। বেশ কিছু গ্রাহকের অভিমত, ঠিক কেমন ছবি প্রয়োজন তা এআইকে বুঝানো সব সময় সম্ভব নয়। আবার ছোটখাটো সমস্যা এডিট করার সময় বা স্কিল তাদের নেই। এ জন্য নিজে এআই ব্যবহার না করে ফ্রিল্যান্সার ভাড়া করাটাকে তারা ঝামেলাহীন সমাধান মনে করছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930