• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

     dailybangla 
    29th Oct 2024 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

    কৃষি গুচ্ছের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়, ডিগ্রি বা বিষয়গুলোর পছন্দক্রম দিতে হবে। ৯ নভেম্বর মেধাতালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হবে।

    ১০-১৪ নভেম্বর ফি পরিশোধ করে শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। ১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন হবে। ১৯-২২ নভেম্বর অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেয়া হবে।

    ২৬ নভেম্বর দ্বিতীয় অটোমাইগ্রেশন হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২৭-৩০ নভেম্বর দ্বিতীয়বার এবং ৪-৬ ডিসেম্বর তৃতীয়বার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেয়া হবে।

    ৯-১২ ডিসেম্বর প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র, কলেজের প্রশংসাপত্র এবং কোটার প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চূড়ান্ত ভর্তির কাজ শেষ করবেন। ভর্তি প্রক্রিয়া শেষে নিজ নিজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস শুরুর দিন-তারিখ জানাবে।

    গত ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি মূল কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ২০ জন।

    ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031