• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃষি ক্ষেত্রে প্রযুক্তি বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বাণিজ্য প্রতিমন্ত্রী 

     dailybangla 
    30th May 2024 9:24 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: কৃষক ও কৃষিখাতকে আরও আধুনিকায়ন করতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসতে হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোনো কিছু না চাপিয়ে কৃষকদের উপযোগী প্রযুক্তি তৈরি করতে হবে। সঠিক তথ্যের অভাবে পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। একদিকে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে ভোক্তাকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে।

    ৩০ মে, বৃহস্পতিবার স্মার্ট কৃষি ব্যবস্থাপনা নিয়ে রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্মার্ট এগ্রিকালচার চ্যালেঞ্জেস ইন ভ্যালু চেইন ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ এবং বাজারে অতিরিক্ত দামে পণ্য ক্রয়ের অভিযোগ আছে। এর মাঝে যারা আছেন তাদের বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

    প্রতিমন্ত্রী জানান, কৃষককে উৎপাদনে উৎসাহিত করতে পণ্যের সঠিক দাম দিতে হবে। উৎপাদন খরচ কমানোসহ পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষিতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এসময় স্থানীয় কৃষি এবং কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন তিনি।

    তিনি বলেন, বিদেশ থেকে প্রযুক্তি আনলেই হবে না, কৃষকের কর্মপদ্ধতি অনুসরণ করে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।

    সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, সার ও কীটনাশক ভর্তুকি না দিয়ে সেই অর্থ সরাসরি কৃষককে দিলে এটা আইএমএফ প্রশ্ন তুলতে পারবে না।

    সেমিনারে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কৃষিবিদরা বলেন, পণ্য উৎপাদন, বাজারজাত এবং সঠিক দাম পেতে প্রযুক্তিকে কৃষকের আরও কাছে নিয়ে যেতে হবে। তবে সেই প্রযুক্তি হতে হবে সহজ।

    সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে প্রযুক্তি বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিভাইসের উচ্চ মূল্য। কৃষকের কাছে স্বল্প দামে ডিভাইস পৌঁছে দেয়ার জন্য সরকারের বিনিয়োগ দরকার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031