কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্সমাস্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গ্লোবাল ফুড ব্র্যান্ড কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকদের জন্য নতুন স্বাদের চমক নিয়ে আসার ধারাবাহিকতায় কেএফসি বাংলাদেশ এবার মেন্যুতে যুক্ত করেছে একেবারে নতুন ও ব্যতিক্রমী আইটেম— বক্সমাস্টার।
নতুন ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা খুঁজে বেড়ানো ফুড লাভারদের জন্য বক্সমাস্টার এক অনন্য উদ্ভাবন। এতে একসঙ্গে মিলেছে স্বাদ, টেক্সচার ও অতুলনীয় ফ্লেভারের নিখুঁত সমন্বয়।
তুলতুলে নরম টর্টিয়ার ভেতরে মোড়ানো রয়েছে কেএফসি’র সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে। এর সঙ্গে যোগ হয়েছে মচমচে হ্যাশ ব্রাউন, ফ্রেশ ভেজিটেবল মিক্স, স্পাইসি ন্যাশভিল সস এবং চিজ স্লাইস। প্রতিটি কামড়ে পাওয়া যাবে ঝাল, ক্রিমি ও ক্রাঞ্চের দারুণ এক স্বাদযাত্রা—যা একদিকে যেমন মুখরোচক, অন্যদিকে তেমনি রোমাঞ্চকর।
বক্সমাস্টার এখন পাওয়া যাচ্ছে দেশের সব কেএফসি আউটলেটে—
✔️ ডাইন-ইন
✔️ টেকঅ্যাওয়ে
✔️ হোম ডেলিভারি
✔️ কেএফসি অ্যাপ
✔️ অনলাইন অর্ডারে: kfcbd.com/menu/box-master
নতুন স্বাদের এই মাস্টারপিস উপভোগ করতে আজই ঘুরে আসুন নিকটস্থ কেএফসি আউটলেটে।
বিআলো/ইমরান



