• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

     dailybangla 
    21st Sep 2024 11:28 pm  |  অনলাইন সংস্করণ

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ মানিকগঞ্জ। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ ধামরাই উপজেলার কাছের গ্রামের মীর হোসেনের ছেলে। ফিরোজ ধামরাই থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত শুকুর আলী হত্যাকাণ্ডে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিল।

    র‍্যাব সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ফিরোজ জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সি-ি পসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ-এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। আরো জানা যায়, ২০২০ সালের ২৪শে অক্টোবর ধামরাই উপজেলার গাইরাকুল কাঁচা রাস্তায় শুকুর আলী (৬৫) নামের এক ব্যক্তিকে ফিরোজ, জাকির ও তার সহযোগীরা আগে থেকেই উৎ পেতে থাকে এবং পরিকল্পনামাফিক দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে।

    ২০২২ সালের ৯ নভেম্বর ওই মামলায় আদালত ফিরোজকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই ফিরোজ কাশিমপুর কারাগারে বন্দি ছিলো। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে কারাগার থেকে পালিয়ে যায়। সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত আসামি ফিরোজকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30