কেরাণীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ড. মোঃ আবু বকর ছিদ্দিক
dailybangla
14th May 2024 10:16 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজ। ১৯২২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ড. মোঃ আবু বকর ছিদ্দিক। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঢাকা জেলার অন্তর্গত কেরাণীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন।
ড. মোঃ আবু বকর ছিদ্দিক ইতিপূর্বেও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৩ সালে ০১ মার্চ চাঁদপুর জেলার সদর উপজেলা ৫ নং রামপুর ইউনিয়নের রাড়িরচর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মরহুম মোঃ ফজলুর রহমান মাষ্ঠার এবং মোসাঃ আনোয়ারা বেগম এর জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দোয়া প্রার্থী।