• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    কে বলেছে মেসি আমার চেয়ে সেরা প্রশ্ন রোনাল্ডোর 

     dailybangla 
    24th Dec 2024 9:15 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অর্জন ও রেকর্ডে এই দুই তারকা নিজেদের এতোটাই উচ্চতায় নিয়ে গেছেন যে তার ধারেকাছেও নেই অন্য কেউ। তবে সমস্যাটা বাদে তখন যখন দু’জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলা হয় কাউকে।

    মেসি না রোনাল্ডো; এই প্রশ্নে মুহূর্তেই ভাগ হয়ে যায় গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।

    এবার পর্তুগিজ মহাতারকাকে খোদ এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যেই প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন কর্তাকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিআর সেভেন। জানতে চেয়েছেন- কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?

    মেসি এবং রোনাল্ডোরকে নিয়ে এই আলাপের পুরোটাই অবশ্য হয়েছে হাস্যরসের মধ্য দিয়ে। সোমবার ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে এক ভিডিওতে এমন প্রশ্ন করেছেন রোনাল্ডো।

    ওই ভিডিওতে মার্কিন ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা। এ সময় রোনাল্ডোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে বিস্টসহ আরও তিনজনকে দাঁড়াতে দেখা যায়। আর ভিডিওর শিরোনাম দেওয়া হয়, ‘রোনাল্ডোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’

    সেই ভিডিওতেই এক বন্ধুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে মিস্টার বিস্ট বলেন, ‘নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি
    গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।’ বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায়।

    এই কথার প্রতিক্রিয়ায় রোনাল্ডো বলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ এই কথা বলার পর অট্টহাসিতে মেতে উঠতে দেখা যায় রোনাল্ডোকে। এরপর পেনাল্টি শট নিয়ে গোলও করেন সিআর সেভেন। ভিডিওর পরের অংশে রোনালদোর সঙ্গে দেখা যায় বিস্টকে।

    যেখানে বিস্ট বলেন, ‘রোনালদো আজকে আমাকে সিউ উদ্‌যাপন (রোনালদোর বিশেষ উদ্‌যাপন) করা শেখাবে।’ এরপর রোনালদো সিউ করে দেখান বিস্টকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031