কে হচ্ছেন দিরাই-শাল্লার ধানের শীষ প্রার্থী
মো. রায়হান, দিরাই (সুনামগঞ্জ) : দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের ধানের শীষ প্রার্থী কে হবেন তা নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা চলছে। নাছির চৌধুরী নাকি পাবেল এই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে দলের কর্মী পর্যন্ত সকলের মুখে মুখে। বিএনপি এই আসনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। দলটি জানিয়েছে, জয়ী প্রার্থী নির্বাচন করতে নাছির চৌধুরীর প্রতি আস্থা রাখছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নাছির চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সাবেক এমপি নাছির চৌধুরী মনোনয়ন পাওয়ার পরই দলীয় ঐক্য গড়ে তুলেছেন। অল্প সময়ের মধ্যে তিনি বিভিন্ন উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নিজের শক্তিশালী অবস্থান প্রমাণ করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন মনোনয়ন বঞ্চিত সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, যুক্তরাজ্য বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ, এবং ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের। মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, আমি জানি দিরাই-শাল্লায় নাছির চৌধুরী একমাত্র প্রার্থী।
একইভাবে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, বিএনপি দিরাই-শাল্লায় নাছির চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বাছাই করেছে। শিগগিরই দল থেকে এটি ঘোষণা করা হবে। এর মাঝেই গত ২৮ ডিসেম্বর দিরাইয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী (পাবেল) বিকল্প মনোনয়ন পান। এরপর থেকে পাবেল ও তার সমর্থকরা আলাদাভাবে কর্মসূচি চালাচ্ছেন।
এই দুই ভিন্ন ধরণের কর্মসূচির কারণে সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির আলী বলেন, দিরাই-শাল্লায় নাছির চৌধুরীর বিশাল ভোট ব্যাংক রয়েছে। দলের স্বার্থে তাকেই প্রার্থী করা হবে। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ আরও যোগ করেন, নির্ধারিত সময়ে দল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নাছির চৌধুরী ও পাবেল উভয়ই নিজের সমর্থকদের সঙ্গে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে এই বিভ্রান্তি কবে শেষ হবে এবং দল কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবে তা দিরাই-শাল্লার মানুষের জন্য এখন প্রধান প্রশ্ন।
বিআলো/আমিনা



