কোনো নির্দেশনা পাইনি, আমি এখনো দলের প্রার্থী: মাসুদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগটি ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিএনপির নেতাকর্মীরা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা অবকাঠামোগত সংকট, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব এবং নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় মাসুদুজ্জামান বলেন, “বড় মসজিদ ও সংলগ্ন এলাকাতেই আমার পূর্বপুরুষদের বসবাস ছিল। এখানেই আমার শিকড়। তাই এই এলাকায় ৩১ দফার প্রচারণাকে বিশেষ গুরুত্ব দিয়ে গণসংযোগ করছি।”
তিনি আরও বলেন, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন দিয়েছে এবং এ বিষয়ে দল থেকে ভিন্ন কোনো নির্দেশনা তিনি পাননি। “আমি এখনো দলের প্রার্থী হিসেবেই মাঠে আছি,”—বলেন তিনি।
মাসুদুজ্জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাই আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি। ইনশাআল্লাহ, এই ৩১ দফার বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদল সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের এ গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনসমাগম থাকলেও ছোটখাটো যানজট ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিআলো/তুরাগ



