• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের ক্ষতি করতে পারবে না: আমিনুল হক 

     dailybangla 
    18th Dec 2024 9:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক।

    তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে- বাংলাদেশে এমন কেউ নেই, সেটা দেশি হউক বা বিদেশি হউক, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না। কারন বাংলাদেশের মানুষ অত্যন্ত ঐক্যবদ্ধ উজ্জীবিত ও সতর্ক রয়েছে।

    এই সর্তকতার সহিত আমাদেরকে সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে।গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে, আমাদের দ্বারা যাতে এ রকম কোন ভূল না হয়।সেদিকে আমাদের সকলের সর্তক দৃষ্টি রাখতে হবে।

    আজ বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরস্থ পূর্ব রাজাবাজারে গত জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    আওয়ামী স্বৈরাচারের শাসনামলে আওয়ামী লীগের নেতারা তেজগাঁও পূর্ব রাজাবাজারের একটি ভবনে টর্সাল সেল বানিয়ে সাধারণ মানুষদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো; স্হানীয় জনগণ সেই ভবনটিকে জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিম এর নাম স্মৃতি করে পাঠাগারে রুপান্তর করে দেয়।

    বিএনপি নেতা আমিনুল হক শহীদ ওয়াসিম এর নামে স্মৃতি পাঠাগার স্হাপন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাষিস্ট সরকার টর্সাল সেলের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে কতটা নির্মম ভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে,আমরা তা দেখেছি।

    আমরা আরও দেখেছি গত ৫ ই আগষ্টের পরে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় আয়না ঘর,এই আয়না ঘরে বছরের পর বছর ধরে একজন মানুষকে কিভাবে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে বন্দি করে রাখা হয়েছিল,সেই আয়না ঘরের প্রতিচ্ছবি আজকে আমরা এখানে দেখলাম।এই আয়না ঘর নামক টর্সাল সেলটিকে লাইব্রেরি করার যে চিন্তা ধারণা- এটা অত্যন্ত জনবান্ধন এবং এটা জ্ঞান চর্চার একটা জায়গা।

    বিএনপির এই নেতা বলেন,আওয়ামী ফ্যাষিষ্ট সরকার গত ১৭ বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যাকটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড গুলো ভেঙে দিয়েছে। আজকে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো গত ৫ ই আগষ্টের পরে আজও সোজা হয়ে দাঁড়াতে পারছে না

    পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ওয়াসিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আমির হোসেন রুবেল এর সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নম্বর সদস্য সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,শহীদ ওয়াসিমের বাবা মোহাম্মদ শফিউল আলম,ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক গাজী রেজাউল ইসলাম রিয়াজ,মোঃ শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য তাসলিমা রিতা,তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির,শেরে বাংলা নগর থানা বিএনপি যুগ্মআহবায়ক তোফায়েল আহমেদ,যুগ্ম আহবায়ক শাহজালাল সিকদার,নাজনীন হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শামীম আনোয়ার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031