কোহলিকে শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার শান্ত
স্পোর্টস ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির ৩৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোহলির সঙ্গে তোলা
একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে শান্ত লিখেছেন- ‘বিশ্বের সেরাকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা আপনার ভালো কাটুক কিংবদন্তি বিরাট কোহলি।’ ক্যাপশনের শেষে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছেন শান্ত।
বাংলাদেশ অধিনায়কের পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার শান্তকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপও করেছেন। কারও মতে, কোহলির জন্মদিনের পোস্ট দেওয়াতে শান্ত বিশ্বসেরা হবেন।
কেউ কেউ বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে শান্ত ডাবল সেঞ্চুরি করবে’। কেউ আবার বুঝিয়ে দিয়েছেন, লাভ রিঅ্যাক্ট দেওয়া শুধু কোহলির জন্যই। শান্তর জন্য নয়। এ কারণে ২ ঘণ্টার মধ্যে হা-হা রিঅ্যাকশন ৫ হাজার ছাড়িয়ে গেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়- কোহলি ও স্ত্রী আনুশকা হাস্যোজ্জ্বলভাবে রেস্তোরাঁর বিশেষ এক জায়গায় ছবির জন্য পোজ দিচ্ছেন। অনেক ভক্ত-সমর্থক কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বিআলো/শিলি