ক্যাট লাভার্স কুমিল্লা ও ঈগল বাংলাদেশ-এর যৌথ ভ্যাকসিনেশন ক্যাম্প ২০২৬ সম্পন্ন
৭০টির বেশি বিড়াল পেল ফ্রি রেবিস ভ্যাকসিন
মো. আশিকুর রহমান: প্রাণী কল্যাণের মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো ঈগল ফ্রি রেবিস ভ্যাকসিনেশন ক্যাম্প–২০২৬। সমাজসেবামূলক সংগঠন Eagle Bangladesh এবং Cat Lovers Cumilla (CLC)–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৭০টিরও বেশি বিড়ালকে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন প্রদান করা হয়, যা স্থানীয় প্রাণীপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
শনিবার নগরীর বাদুরতলা এলাকার সিডি প্যাথ হাসপাতালের গলিতে এ মানবিক ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লাকে জলাতঙ্কমুক্ত রাখা এবং প্রাণী ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও ক্যাম্পজুড়ে বিড়ালপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, রেবিস একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা প্রদান ও সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। প্রাণীদের সুস্থতা নিশ্চিত করা গেলে মানুষের স্বাস্থ্য সুরক্ষাও সহজ হয়—এই উপলব্ধি থেকেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।
এ সময় ক্যাম্পে Eagle Bangladesh-এর পক্ষ থেকে আজীম কাফী, মনসুর আলম ও কাজী সাব্বির এবং Cat Lovers Cumilla-এর অ্যাডমিন ইমরান রাহিল উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে অংশ নেন ও স্বেচ্ছাসেবকদের সমন্বয় করেন।
এছাড়াও ভ্যাকসিন সহায়তায় সহযোগিতা করেন Pets Baba, ভেটেরিনারি চিকিৎসক মনিরুল ইসলাম রিমন, দ্য বিলাইম্যান এবং তানিয়া ক্যাট ফ্যামিলি অ্যান্ড ফোস্টার হোম। তাঁদের আন্তরিক সহযোগিতায় ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লার সুপরিচিত ভেটেরিনারি চিকিৎসক শেখ ইসমাইল আহমেদ ও ডা. জাহিদুল ইসলাম জুয়েল। চিকিৎসকদের দক্ষতা ও যত্নে বিড়ালগুলোর টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এ সময় অনেক সচেতন বিড়ালপ্রেমী তাদের আদরের পোষা বিড়ালকে নিয়ে ক্যাম্পে উপস্থিত হন এবং নিয়মিত টিকাদানের গুরুত্ব সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রাণী কল্যাণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে, ইনশাআল্লাহ।
বিআলো/তুরাগ



